ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

তারা আবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: মিলন

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, ‘ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক, আর জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি ট্রেনে বসেছে। কোন ষড়যন্ত্র এই ট্রেন থামাতে পারবে না। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হলেই এটি গন্তব্যে পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের অনুসারীরা এখনো দেশে রয়ে গেছে। তারা আবারও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার বিকেলে মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনি কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ধুরইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ (কালিম) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও সহসাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা।

এছাড়া ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেলালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।