ওয়াসা কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: রোববার রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীগণ এক দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
রাজশাহী ওয়াসা কর্মচারীরা দাবি করেন খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাস্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। বক্তব্য রাখেন নাসিম খান ও আজিজুল ইসলাম, উপদেষ্টা, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন জনি, সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক বাকী বিল্লাহ প্রমুখ। শেষে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সকলকে আগামীকাল মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানান।











