ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

রেশম শিল্প মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট: Saturday, November 8, 2025 - 11:00 pm

স্টাফ রির্পোটার: বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক (২০২৫- ২০২৭) নির্বাচনের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহী টেক্সটাইল কমপ্লেক্স মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাড. মোমিনুল ইসলাম বাবু।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ফুল দিয়ে বরণ করেন বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতি রাজশাহীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাসেন আলী।

কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি সাজ্জাদ আলী, নিলুফা ইয়াসমিন ও তাহেরা হাসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ রফিক হাসান লালচাঁদ, প্রচার সম্পাদক জেসমিন আরা বিউটি, সাংগঠনিক, তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা পারভিন, দপ্তর সম্পাদক মেরাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ নাদিম, আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম হক চৌধুরী, উম্মে হাজ্ব সিদ্দিকা, তোহিদুল আলম, সালাম শেখ রাজু, নার্গিস পারভীন, হাসনারা বেগম, সততা খাতুন, কামরুন্নাহার ও রোকসানা আফরোজ।

দায়িত্ব গ্রহণের পূর্বে কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি সাজ্জাদ আলী, বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সভাপতি লিয়াকত আলী, আয়- ব্যয় হিসাব উপস্থাপন করেন সমিতির সচিব হাফিজুর রহমান হীরা। ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল কাদের মুন্না ও নাজমুল হক নান্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আঞ্জুমান আরা লিপি ও জেসমিন আরা বিউটি। পরে মধ্যহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।