ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বইমেলায় ৮১ স্টলের মধ্যে কোয়ান্টাম প্রকাশনা প্রথম

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী ৮১টি স্টলের মধ্য হতে প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম প্রকাশনা, দ্বিতীয় স্থানে রয়েছে অন্যধারা প্রকাশনা এবং তৃতীয় স্থানে রয়েছে সত্যায়ন প্রকাশনা।

অনুষ্ঠান শেষে তাদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়। পরে মেলামঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। তিনি বলেন,  আমাদের উন্নত জাতি হিসেবে গড়ে উঠার জন্য বইয়ের বিকল্প কিছু নেই। জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো এবং কাজে লাগাবো।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার, আরএমপি’র উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার।

সোনালী/জগদীশ রবিদাস