চাঁপাইনবাবগঞ্জে ভারত সীমান্ত অভিমুখে আইনজীবীদের লংমার্চ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্ত অভিমুখে আইনজীবীদের লংমার্চ শুরু হয়েছে। অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বিএসএফের হত্যার প্রতিবাদসহ চার দফা দাবিতে ভারত সীমান্ত অভিমুখে লংমার্চ করছেন আইনজীবীরা।
ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ এর উদ্যোগে গত শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চটি গতকাল শনিবার সকাল ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছায়। পরে জেলা আইনজীবী সমিতি থেকে লংমার্চটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলীর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী অ্যাডভোকেট আশরাফ- উজ জামান, লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মাঈন উদ্দিন ফারুকী, ব্যারিস্টার গোলাম মোস্তফা তাজ, অ্যাডভোকেট নাছির উদ্দিন সম্রাট, অ্যাডভোকেট মাঈন উদ্দিন ফারুকী, সাংবাদিক জালাল আহমদ, আবদুল্লাহ আল নোমান মজুমদার, আবদুল আলীম, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায প্রমুখ।
বক্তারা বলেন, সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিষ্ক্রিয় শান্তিপ্রিয় বাংলাদেশি কৃষকদের একের পর এক হত্যা করছে ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে প্রায় ৬০৭ জন বাংলাদেশি নিহত ও ৭৬১ জন আহত হয়েছে।
বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর ৩৯ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। চলতি বছরের ৭ মে থেকে আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পুশ-ইন শুরু করে ভারত যা এখনো পর্যন্ত চলমান। ১৯২৯ সালে ভারত পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ শাসন বর্হিভূত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছিলো এতে উপজাতিরা তাদের জাতিসত্বার অস্তিত্ব হারিয়ে পেলে। কিন্তু আজ সেই ভারত পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের জন্য মায়াকান্না করছে, যা শুধুমাত্র উপজাতীয় সশস্ত্র উগ্রপন্থী সংগঠন গুলোকে ব্যবহার করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম কে বিচ্ছিন্ন করার নীলনকশার অংশ।











