ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে গার্ল গাইডসের আঞ্চলিক পরিষদ অধিবেশন

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে শনিবার সকালে গাইড হাউজে অনুষ্ঠিত হয়েছে ২৩তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল সিরাজুম মুনিরা। দুই পর্বে আয়োজিত এ অধিবেশনে রাজশাহী অঞ্চলের আট জেলার প্রায় ৪০০ জন গাইডার, কমিশনার, সদস্য ও ট্রেইনার অংশগ্রহণ করেন।