তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত ২৪ জন মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে তানোর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব চেক বিতরণ করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন। উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হকের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।











