ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালক

  • আপডেট: Saturday, November 8, 2025 - 10:54 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর কেশরহাট পৌর বাজার থেকে শিয়ালকোলা বাজারগামী সড়কে তিলাহারী গ্রাম পার হয়ে বিলের মধ্যে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যার পরে এ ঘটনায় আহত ব্যক্তির নাম ফজলুল করিম (৩৫)। তিনি তানোর উপজেলার অমৃতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।