সিরাজগঞ্জে হেরোইনসহ গোদাগাড়ীর দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানার ভেংড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (৫৫) ও একই জেলার গোদাগাড়ী থানার মাদারিপুর গ্রামের মৃত সমিরুদ্দিন শাহ এর ছেলে বাবুল শাহ্ (৬০)।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহসাড়কের সলঙ্গা থানার ভেংড়ি এলাকার অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
এসময় আসামির কাছ থেকে ২৩৭ গ্রাম হেরোইন উদ্ধার এবং ২টি ফোন নগদ ৪ হাজার ৭শত টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











