ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় পল্লী চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:13 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের বিলসনি গ্রামের পল্লী চিকিৎসক বীরেন্দ্রনাথ প্রামানিকের বাড়ির টিনের চালায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পল্লী চিকিৎসক বীরেন্দ্রনাথ প্রামানিক নিজেই বাদি হয়ে অভিযোগটি করেছেন। তবে ওই অভিযোগে অগ্নিসংযোগের কারণ বা কারো নাম উল্লেখ করা হয়নি। অভিযোগে বলা হয়েছে, বুধবার রাত ১১ টার দিকে রাতের খাবার শেষে বীরেন্দ্রনাথ প্রামানিকের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

রাত দুইটার দিকে সোনাডাঙ্গা গ্রামের আলমগীর হোসেন ও শিমলা গ্রামের মোস্তাক হোসেনসহ স্থানীয় লোকজনের শোরগোল ও ডাকচিৎকারে পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। এরপর তারা ঘর থেকে বাইরে এসে দেখেন তাদের বসতবাড়ির টিনের চালায় আগুন জ¦লছে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে বড় ধরনের কোন ঘতি হয়নি।

তবে টিনের একটি ফর্দ্দ পুড়ে গেছে। এ সময় তারা দেখতে পান বাড়ির শয়ন ঘরসহ বিভিন্ন জায়গায় তারপিন ও পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে রয়েছে। বীরেন্দ্রনাথ প্রামানিক জানান, এলাকায় কার সঙ্গে তার কোনো বিরোধ নেই। তবে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন পক্ষ হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এই ধরনের কাজ করতে পারে বলে তিনি মনে করেন। থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় কিছুক্ষণ আগে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।