ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:15 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলা পাঠাকাটা মোড়ে ঘটে এ সড়ক দুর্ঘটনা।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত মোটরসাইকেল চালকের বাড়ি তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামে। সে নবনবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান (৬০)। আহত ভ্যানগাড়ি চালকের বাড়ি পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সে কৃষ্ণপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শুভ ইসলাম (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মান্নান মুন্ডুমালা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে আসছিলেন। এসময় পাঠাকাটা মোড়ের ওপরে ভ্যানগাড়ির সাথে সামনা সামনি সংঘর্ষ লাগে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন ও আহত ভ্যানগাড়ি চালকের তেমন কোন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে আনা অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আহত ব্যাক্তির তেমন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেয়া হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, নিহতের বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও অটো ভ্যানগাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।