ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

কৃষকের তিন একর জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:00 pm

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আবু সাইদ নামের এক কৃষকের আমন ধানখেতে ক্ষতিকর আগাছানাশক ছিটিয়ে ধানগাছ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ব্যাপারে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতে গুন গ্রামের মফিজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার গুন গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আবু সাইদ (৫০) গ্রামের দক্ষিণ ও উত্তর পূর্ব মাঠে দুই একর ৮৪ শতাংশ জমিতে আমন ধানের চাষ করেন। বর্তমানে ধানগাছ থেকে শীষ বের হয়ে মাথা হেলে পড়েছে।

আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ধান পাকতে শুরু করত। কিন্তু গত ৩১ অক্টোবর ভোর রাতে দক্ষিণ মাঠে এক একর ২৩ শতাংশ জমিতে এবং পরে গতরাতে দক্ষিণ মাঠের ৬২ শতাংশ জমি এবং উত্তর পূর্ব মাঠের এক একর ৬১ শতাংশ জমির আমন ধান গাছে ক্ষতিকর আগাছানাশক ছিটায় দুর্বৃত্তরা।

এতে ধান গাছগুলো সোনালি রং আকার ধারণ করে মরে যাচ্ছে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উল্লেখ্য, একই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনের সঙ্গে ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। সম্প্রতি আদালত থেকে ওই মামলার রায় আবু সাইদের পক্ষে যায়।

এ ব্যাপারে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, এ ব্যাপারে কৃষকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।