ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাবিতে তৃতীয় পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু

  • আপডেট: Thursday, November 6, 2025 - 9:32 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু হয়েছে।

এদিন সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের চত্বরে এই মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর এ এস এম কামরুজ্জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম-সচিব আবু সলিম মাহমুদ-উল হাসান এবং সম্মানিত অতিথি রাজশাহী চেম্বারের পরিচালক সদরুল ইসলাম ও রাটা’র সভাপতি আবুল কালাম আজাদ। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কী-নোট বক্তৃতা দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মো. এনায়েত হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। প্রথম দিনের কর্মসূচিতে আরও ছিল শোভাযাত্রাসহ ক্যাম্পাস প্রদক্ষিণ, বিষয়ভিত্তিক আলোচনা ও সাঁওতাল সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা। চার দিনব্যাপী এই আয়োজনের অন্যান্য দিনের কর্মসূচিতে আছে গম্ভীরা পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র ও সমাপনী অনুষ্ঠান।

এছাড়া গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাবি অফিসার সমিতির সাধারণ সভা উপলক্ষ্যে এই সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন সেখানে সভাপতিত্ব করেন। সংবর্ধনায় উপাচার্য অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক ক্রেস্ট উপহার দেন।