ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

তিন আদিবাসী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে বড়াইগ্রামে মানববন্ধন

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:00 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসীকে গুলি করে হত্যার বিচার, ভূমি রক্ষা এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি নরেশ চন্দ্র উঁরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর সদর উপজেলা আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী ও সদস্য দিপংকর এক্কা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাগদাফার্মে পুলিশের গুলিতে শহিদ আদিবাসী রমেশ টুডু, শ্যামল হ্যামব্রম ও মঙ্গল মার্ডি হত্যার বিচার করতে হবে। আদিবাসীদের ভূমি রক্ষা এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। এছাড়া আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা। উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী হত্যাকাণ্ডের পর দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন।