ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

এবারের বিপিএলে রাজশাহী দলের নাম ‘রাজশাহী ওয়ারিয়র্স’

  • আপডেট: Thursday, November 6, 2025 - 10:07 pm

স্পোর্টস ডেস্ক: বিপিএলে আগামী আসরের অংশগ্রহণকারী দলগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানায় তারা।

বিবৃতিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, পাঁচটি ফ্র্যাঞ্চাইজি সব শর্ত পূরণ করে আসন্ন আসরে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে। নতুন মৌসুমের আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

অনুমোদন পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম: ০১. ঢাকা ক্যাপিটালস, ০২. চট্টগ্রাম রয়্যালস, ০৩. রাজশাহী ওয়ারিয়র্স, ০৪. রংপুর রাইডার্স ও ০৫. সিলেট টাইটানস।