ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ছয়টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও রাকিবুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি বুধবার নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৬টি বালিহাঁস উদ্ধার করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি নজরুলকে ৫০০ টাকা জরিমানা এবং একটি মামলা করেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ।

এ আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরে অতিথি পাখিগুলোকে পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়েছে বলে জানান। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার-এর টিআর প্রকল্প থেকে বরাদ্ধকৃত পুনর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।