ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রাবিতে বিজ্ঞান ও প্রকৌশল কলা ও আইন বিষয়ে জার্নাল প্রকাশিত

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:17 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জার্নাল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেপারস শীর্ষক জার্নাল প্রকাশিত হয়েছে।

বুধবার জার্নালটির প্রধান সম্পাদক প্রফেসর আনোয়ারুল করিম উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবকে এর প্রথম সংখ্যার কপি প্রদান করেন। এসময় জার্নালটির সম্পাদনা বোর্ডের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষকদের একটি গবেষণা দল এটি প্রকাশ করছে। জার্নালটির প্রথম সংখ্যায় পিয়ার রিভিউকৃত ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এটি বিভিন্ন অনলাইন সাইটেও দেখা যাবে।

এছাড়াও জার্নাল অব আর্টস এন্ড ল শীর্ষক জার্নালের সংখ্যা ৫৩, ২০২৫ প্রকাশিত হয়েছে।

বুধবার জার্নালটির প্রধান সম্পাদক প্রফেসর মো. ফজলুল হক উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবকে এর কপি প্রদান করেন। রাবি প্রশাসন কর্তৃক প্রকাশিত এই জার্নাল প্রকাশনা দপ্তরের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে।

জার্নালটির ৫৩তম সংখ্যায় পিয়ার রিভিউকৃত ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডিওআই নম্বরযুক্ত (doi এসব প্রবন্ধ https://journal.ru.ac.bd/rujal/issue/view/8লিঙ্কে দেখা যাবে।