ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

গ্রীন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চল কমিটি গঠন

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:06 pm

সটাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র রক্ষা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় গ্রীন কোয়ালিশনের বরেন্দ্র অঞ্চল কমিটি গঠন করা হয়েছে।

বুধবার পবা উপজেলার বায়া মোড়ে অবস্থিত বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে কনফারেন্স হলে নাচোল, তানোর, পবা এবং রাজশাহী মহানগরসহ উপজেলা ভিত্তিক কমিটিগুলোর প্রত্যক্ষ ভোটে বরেন্দ্র অঞ্চল গ্রীন কোয়ালিশনের বরেন্দ্র অঞ্চল কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন বরেন্দ্র অঞ্চলের কৃতী সন্তান নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম। যুগ্মভাবে সহ-সভপাতি নির্বাচিত হন পবা উপজেলার বড়গাছী গ্রামের নারী ও পরিবেশ কর্মী রহিমা বেগম ও তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ। সভাপতি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

উল্লেখ্য যে, গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, কৃষিপ্রাণবৈচিত্র এবং প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষায় একটি নাগরিক প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা পালন করছে।

সভাপতি মাহবুব সিদ্দীকি বলেন- বরেন্দ্র অঞ্চল একটি খরাপ্রবণ অঞ্চল, এখানে যে হারে বৃক্ষ কর্তন আর গ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন, নগরে পুকুর ভরাট করা হচ্ছে। যে হারে উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে তাতে আমাদের পরিবশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। আমরা পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন চাই না।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, পরিবেশ কর্মী নাদিম সিনা, ঈয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, তানোর উপজেলা গ্রীন কোয়ালিশন আহ্বায়ক অসীম কুমার সরকার, সাধারণ সম্পাদক কৃষক জায়দুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের আলমাস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।