ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পাকিস্তানে মিলল ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:49 pm

সোনালী ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বর্ণের বিপুল মজুত পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

খনিজ সম্পদ বিষয়ক কর্মকর্তা হানিফ গহর জানান, এই স্বর্ণের মজুদ কাজে লাগাতে পারলে পাকিস্তান তার সব বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারবে। ইতোমধ্যে খনি উন্নয়ন কার্যক্রমের জন্য বিষয়টি বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদ ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণ উত্তোলনের কাজ পরিচালনার জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই খাইবার পাখতুনখোয়ার তারবেলা এলাকায় খনন কার্যক্রম শুরু হবে।

এই আবিষ্কার পাকিস্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।