ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ চলাকালে বিএনপি নেতার মৃত্যু

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 10:11 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাবেশে অংশ নিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকাল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম একরামুল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

একরামুল হক শিবগঞ্জের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা ছিলেন। সূত্র জানায়, ‘ফারাক্কা’ বাঁধের প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে প্রস্তাবিত ‘গঙ্গা ব্যারেজ’ নির্মাণের দাবিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশের পরপরই অসুস্থ হয়ে পড়েন একরামুল।

এসময় সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আগে থেকেই তিনি হৃদ্রোগে ভুগছিলেন। তার মৃত্যু সংবাদে তাৎক্ষণিক সমাবেশে শোকের ছায়া নেমে আসে।

তিনি অসুস্থ হওয়ার মুহূর্তে সমাবেশ মঞ্চে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জেলার সাবেক ৩ এমপি ও বর্তমানে কেন্দ্রীয় নেতা চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এদিকে, তার মৃত্যু সংবাদে বিএনপিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তাৎক্ষণিক শোক প্রকাশ করেছে। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সোনামসজিদ গণকবর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।