শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ অপরিহার্য
স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এসিডির আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। এসিডি নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী চৌধুরী মুহাম্মদ সারওয়ার জাহান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রধান অতিথির বক্তব্যে, বিভাগীয় কমিশনার বলেন, শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলকে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
একই সাথে সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসিডি প্রকল্প সমন্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পাশাপাশি এসিডির পক্ষ থেকে তথ্যচিত্র উপস্থাপন করেন এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম।











