ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ৩:২৪ পূর্বাহ্ন

বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র আহত

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 10:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হয়েছেন। আহত স্কুলছাত্রের নাম তামিম হোসেন। সে বাঘা উপজেলার মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভিন বলেন, দুপুর সোয়া ১টায় টিফিন দেয়ার পর ওই ছাত্র মনিগ্রাম বাজারের প্রধান সড়কে উঠার পরই বাঘার দিক থেকে আসা দ্রুতগামী অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে তামিম হোসেন গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরর্ত ডাক্তার আখি খাতুন বলেন, স্কুলছাত্রকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, মনিগ্রাম বাজারে একটি অ্যাম্বুলেন্স এক স্কুল ছাত্রকে ধাক্কা দিয়ে আহত করে। তবে অ্যাম্বুলেন্সটি আটক করা যায়নি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থ্য নেয়া হবে।