ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

তানোরে বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে শরিফ উদ্দিনের পক্ষে খাদ্য বিতরণ

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 10:08 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পাঁচন্দর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের স্মরণে মেজর জেনারেল শরিফ উদ্দিনের পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাঁচন্দর ইউপির বনকেশর ব্রীজঘাটসহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ঘর বাড়ি ভেঙে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ শুকনা খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুৎফর রহমানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, তানোর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রশিদ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, যুবদল সদস্য সচিব কামরুল ইসলাম।