ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১২:১৩ অপরাহ্ন

রাবি সংগীত বিভাগের রজত জয়ন্তী পালিত

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:09 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের রজত জয়ন্তী পালন করা হয়।

এদিন সকালে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা ও উপ-উপাচার্য (প্রশাসন) বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বালন করে রজত জয়ন্তী কর্মসূচির উদ্বোধন করেন।

বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দকে রজত জয়ন্তীর স্মারক ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব গতকাল সোমবার সকালে শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেছেন। এসময় তিনি হলের ভৌত অবকাঠামোর অবস্থাসহ শিক্ষার্থীদের আবাস কক্ষ ও আনুষঙ্গিক সুবিধাদি যেমন, রান্নাঘর, ডাইনিং-ক্যান্টিন, পাঠকক্ষ, কমনরুম ইত্যাদি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও সে অবস্থার উন্নয়নে চাহিদা প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। প্রসঙ্গত, শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল রাবির প্রথম প্রজন্মের আবাসিক হল। গত শতাব্দীর ষাটের দশকে এসব হল নির্মিত হয়।