ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১২:১৪ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:16 pm

সোনালী ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

রাজশাহী-১: মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ, চাঁপাইনবাবগঞ্জ-১: মোহাম্মদ শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২: মোহাম্মদ আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩: মোহাম্মদ হারুনুর রশীদ, নওগাঁ-১: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: শামসুজ্জোহা খান, নওগাঁ-৩: ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪: একরামুল বারী টিপু ও নওগাঁ-৬: শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, জয়পুরহাট-১: মোহাম্মদ মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২: আব্দুল বারী, বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪: মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া-৫: মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬: তারেক রহমান ও বগুড়া-৭: বেগম খালেদা জিয়া, নাটোর-১: ফারজানা শারমিন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-৪: মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩: আইনুল হক, সিরাজগঞ্জ-৪: এস এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫: মোহাম্মদ আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬: এম এম মহিত, পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: মোহাম্মদ হাসান জাফির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫: মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রংপুর বিভাগ
পঞ্চগড়-১: ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-৩: মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-৩: বেগম খালেদা জিয়া ও দিনাজপুর-৪: মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া, নীলফামারী-২: এএইচএম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল ও নীলফামারী-৪: মোহাম্মদ আব্দুল গফুর সরকার, লালমনিরহাট-১: মোহাম্মদ হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু, রংপুর-১: মোকাররম হোসেন সুজন, রংপুর-২: মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩: শামসুজ্জামান শামু, রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫: মোহাম্মদ গোলাম রব্বানী ও রংপুর-৬: মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২: মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম ও কুড়িগ্রাম-৪: মোহাম্মদ আজিজুর রহমান, গাইবান্ধা-২: আনিসুজ্জামান খান বাবু ও গাইবান্ধা-৪: মোহাম্মদ ফারুক আলম সরকার।

তালিকায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে যারা আছেন
কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন। তবে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান নির্বাচন করবেন না। সেলিমা রহমান সংরক্ষিত আসন থেকে প্রার্থিতা করতে পারেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে যারা আছেন
পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহমিনা রুশদীর লুনা, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, সিলেট-৬ আসনে এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন ভিপি জয়নাল, কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান রয়েছেন।

যুগ্ম মহাসচিবদের মধ্যে যারা আছেন
নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স রয়েছেন। নতুন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির মনোনয়ন পাননি।