ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৫:৫৫ পূর্বাহ্ন

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ফলাফল

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:29 pm

স্পোর্টস ডেস্ক: ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেন্যু অঞ্চলের খেলা সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় সফররত ঠাকুরগাও জেলা নারী হকি দল ২-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে হারায়।

বিজয়ী দলের পক্ষে রেখা ও রিতু ১টি করে গোল করে। ঠাকুরগাঁওয়ের লিপা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। দিনের অন্য খেলায় দিনাজপুর জেলা নারী হকি দল ২-০ গোলে রংপুর জেলা নারী হকি দলকে হারায়।

বিজয়ীদলের পক্ষে আনিকা দুটি গোল করে। দিনাজপুর জেলার আনিকা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। আজ মঙ্গলবার বিরতি। আগামীকাল বুধবার জয়পুরহাট, দিনাজপুর, স্বাগতিক রাজশাহী ও রংপুর জেলা অংশ নেবে।