ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১০:২৯ পূর্বাহ্ন

পোরশায় সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় গত রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও গ্রাম আদালত পরিচালনা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে উপজেলার ছয় ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনও রাকিবুল ইসলাম ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের হাতে গ্রাম আদালত মামলা সংক্রান্ত ২৩ প্রকারের ফরম তুলে দেন।