ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৬:০৬ পূর্বাহ্ন

চারঘাটে বড়াল নদীতে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:36 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে নেমে ২ জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তারা হলেন- উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ ও রিহান উভয়ই ২০২৫ সালে এসএসসি পাস করেছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়াল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে দুপুর ১টার দিকে মাহিদ ও রিহানসহ ১০-১২ জন বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে যায়। এমন সময় সকলের মাঝ থেকে ২ জন ছাত্র বড়ালের পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৪টায় দুই ছাত্রকে উদ্ধার করেন।

পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন। এদিকে একই গ্রামের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। ডুবে যাওয়ার খবরে মাহিদের পিতা সাজ্জাদ হার্ট স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত মাহিদের মা ও রিহানের মা। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।