ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৮:১৯ অপরাহ্ন

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:04 pm

মোহনপুর প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গত রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার মোট ৭ হাজার ৯৭০ জন কৃষক এ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ৭ হাজার জনকে সরিষা, ৬০০ জনকে বোরো ধান, ১০০ জনকে শীতকালীন পেঁয়াজ, ২০০ জনকে গম, ৫০ জনকে মসুর, ১০ জনকে খেসারি ও ১০ জনকে অড়হর বীজসহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।