ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

জাতীয় বেইমান ও মোনাফেক এক হয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মিলন

  • আপডেট: Monday, November 3, 2025 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করতে বাংলাদেশের জাতীয় বেইমান আওয়ামীলীগ ও জাতীয় মোনাফেক জামায়াতে ইসলাম এক হয়ে দেশে অরাজকতা ও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোনাফেকরা একবার বলছে পিআর পদ্ধতি ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। এখন আবার বলছে সংস্কার বিষয়টি এখনি পাশ করতে হবে, না হলে নির্বাচন হতে দেয়া হবে না।

সোমবার বিকালে পবার হুজরীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা এবং নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহনের লক্ষে কর্মিসভায় তিনি এই কথাগুলো বলেন। মিলন বলেন, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। বিএনপি সংস্কারের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে। সেই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছিলো বলে সে সময়ে বাকশাল থেকে দেশ গণতন্ত্রে ফিরে এসেছিলো। জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। শুধু তাই নয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো বলেই আওয়ামীলীগ আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। সেই সাথে খুনি হাসিনা দেশে আসার সুযোগ পেয়েছিলো বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আজ বিএনপি’র নমিনেশন চূড়ান্ত হয়েছে। সেখানে পবা-মোহনপুরের জনগণকে সেবা করার লক্ষে তাঁকে নমিনেশন দিয়েছে বিএনপি। এজন্য তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নীতি নির্ধারণী সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে পবা-মোহনবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পবা-মোহনপুরবাসী তাঁর সাথে ছিলো বলেই আজকে তিনি নমুনেশন পেয়েছেন। তাদের ভালবাসা দেখে নীতি নির্ধারণীরা তাঁর হাতে ধানের শীষ তুলে দিয়েছে। এই ধানের শীষের মর্যাদা রাখতে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন তিনি। তিনি বিজয়ী হলে পবা-মোহনপুরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল কিছুর উন্নয়নে নিজেকে ব্যস্ত রাখবেন। সেই সাথে পবা-মোহনপুরবাসীর জন্য তাঁর জীবনও বিসর্জন দিতে পিছুপা হবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাাট পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, সদস্য গোলাম মোজাহিদ, সেলিম উদ্দিন, ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকগণ উপস্থিত ছিলেন।