হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর এনামুল হক সম্মেলন কক্ষে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ও কেক কাটেন রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি আব্দুল মান্নান।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহী ডাঃ রইছ উদ্দিন মন্ডল। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী খন্দকার মিজানুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সহ সভাপতি হাসনীন খালেক, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, নির্বাহী সদস্য ডাঃ আবু বকর সিদ্দিক, ডাঃ লতিফুর রহমান অপুসহ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ও নার্সগণ ।











