ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায়: মিলন

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট প্রদান করবেন।

রোববার বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ সচেতনামূলক প্রচারণায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি প্রস্তুতি গ্রহণের লক্ষে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, ছাত্র-জনতা ও বিএনপির সতের বছরের আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস এর নিকট একটাই দাবি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে। এটা মগের মুল্লুক নয়। এটা পাকিস্তান নয়। তারেক রহমান আসবেন আর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করবেন। আর আততায়ীদের গুলিতে নিহত বলে চালিয়ে দেবেন। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে তারা আস্ত থাকতে পারবে না এবং বাংলাদেশ থেকে পালিয়েও যেতে পারবে না বলে হুঁশিয়ারী দেন তিনি।

মিলন কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছিলো, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আগামী দিনেও থাকবে। যাদের উপরে দেশের জনগণ আস্থা রাখতে চায়, তা হলো বিএনপি। বিএনপিকে সজাগ থাকতে হবে। যেমনভাবে দীর্ঘ সতের বছর পাহাড়া দিয়েছেন, মিথ্যা মামলা, গায়েবী মামলা, খুন, গুম ও নির্যাতন সহ্য করেছেন, সেভাবেই দেশের জনগণকে পাহারা দিতে হবে। যুবদল, ছাত্রদল ও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী দল করতে অনেক বড় কলিজা লাগে। গুপ্ত ভাবে, চোরাইভাবে কেউ দল করেনি। কোন নেতাকর্মী তা করেনি জানান তিনি।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন, আব্দুর রহমান, জালাল উদ্দীন সরকার, রায়হানুল দৌলা পান্না, মোজাম্মেল হক ভিকু, আশরাফ আলী, সামসুল হক, ফয়সাল আলী, আফজাল হোসেন ও শফিকুল ইসলাম, যুবদল নেতা বাবর আলী, সেন্টু, মিনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নুল আবেদীন, সদস্য সচিব ওয়াসিম আলী, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও মৎস্যজীবী দলের সভাপতি রবিউল ইসলাম। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।