ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

দেড় কোটি টাকা আত্মসাত, ভাই ভাই ঋণদান সমিতির ২ আসামির জামিন নামঞ্জুর

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ভাই ভাই ঋণদান সমিতির প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর করেছেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার শুনানীর পর আদালত মামলার ৪নং আসামি ইসতিয়াক আহমেদ ও ৬ নং আসামি হাসিনা বানুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ২০০২ সালে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকায় ভাই ভাই ঋণদান সিমিতি নামে একটি সমিতি গড়ে উঠে।

শামীম আহমেদ পরিচালক ও সাঈম নির্বাহী পরিচালক হয়ে সমিতি পরিচালনা করছিলেন। তারা এলাকার মানুষকে অতি মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদে অর্থ সংগ্রহ করেন। এরপর মেয়াদ শেষ হলে টাকা ফেরত না দিয়ে নানা টালবাহান করতে থাকে। এক পর্যায়ে তারা টাকা পয়সা নিয়ে আত্মগোপনে চলে যান।

এমতবস্থায় সঞ্চয় জমাদানকারীরা তাদের সাথে যোগাযোগে ব্যর্থ হয়। টাকা হারানোর শোকে ২ সদস্যের ষ্ট্রোকে মৃত্যু হয়। এছাড়া সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ায় ১ মহিলা তালাক প্রাপ্ত হন। এমতবস্থায় সঞ্চয়কারীরা বসে মামলার সিদ্ধান্ত নেন।

সঞ্চয়কারীদের পক্ষে কায়সার হামিদ ৬ জনকে আসামি করে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এক কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার আাটশত বিরানব্বই টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। পরে কোর্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি হস্তান্তর করেন।