ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে পেয়ারার লোভ দিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:36 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পেঁয়ারা পেড়ে দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় শফিউল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশের দিয়েছে স্থানীয়রা।

রোববার দুপুরে রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার বরিদবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর শফিউল গাছ পেঁয়ারা পেড়ে দেয়ায় লোভ দেখায় ওই শিশুকে। এসময় শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে বাড়ি থেকে একটু দূরে একটি পুকুর পাড়ের আম বাগানে নিয়ে যায় ওই শিশুকে। শিশুটির মা তার মেয়েকে দেখতে না পেয়ে, চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে প্রতিবেশীরা ও শিশুটিকে খুঁজতে থাকে। পরে পুকুর পাড়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয়রা টের পেলে কিশোর শফিউল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানতে চাইলে দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।