চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। এ ছাড়া রাজশাহীর গোদগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন।
রোববার সকালে বিজিবি ও র্যাব জানায়, গত শনিবার (১ নভেম্বর) রাতে অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক গ্রামের আছির উদ্দিনের ছেলে আর্লিম (২০), আমনুরা ধীনাগুড় এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে সাবিরুল (৩৭) ও রাজশাহীর দামকুড়া থানার ফাত্তাপাড়া দুর্বামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩০)।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফঢটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল একটি বিশেষ অভিযান চ্যালায়। মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৯৫/২ হতে প্রায় ৬০০ গজ বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল থেকে ৮৯ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দ মদ ভোলাহাট থানায় জমা করা হবে। র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে গোদাগাড়ীর বড় নারায়ণপুর সঊদি মার্কেটের সামনের পাকা সড়কের ওপরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরে অভিযান চ্যালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন আলিম, সাবিরুল ও মিলন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।











