ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে চাচাকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:35 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাকে হত্যার অভিযোগে প্রধান আসামি ঘাতক ভাতিজা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার ভোরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার হারুপুর বাগানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ীর আইহাই রাহী গ্রামের রবীন চন্দ্র রায় (২০) ও তাঁর বাবা সুকুমার রায় (৫০)। র‌্যাব-৫ জানায়, গত ১১ অক্টোবর পারিবারিক কারণে নিহত পর্বত রায় ও তাঁর বড় ভাই সুকুমার রায়ের মধ্যে ঝগড়া হয়। ওইদিন পরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় পিছন থেকে সুকুমারকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনার একপর্যায়ে সুকুমারও পাল্টা আঘাত করেন। এসময় তাঁদের দেখে সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে বাঁশের লাঠি এনে পর্বতের মাথায় আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরদিন ১২ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গতকাল সকালে নগরীর হারুপুর বাগানপাড়া এলাকায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব। এই হত্যাকাণ্ড এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।