ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণসংযোগ

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট পৌর যুবদল ও মোহনপুর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে প্রথমে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে র‌্যালি ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য রায়হানুল আলম রায়হান।

মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন আলম শাহের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কিরণ ও মাহাবুব শাহ্, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, পবা নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো প্রমুখ।