ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে পুকুর পাড় থেকে পিস্তল উদ্ধার

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে গতকাল রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ জানায়, পুলিশ খবর পায় যে অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে।

খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে। পিস্তলটি আমেরিকায় তৈরি বলে গায়ে খোদাই করে লেখা আছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।