ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

বাগমারায় ফসলের ক্ষতি সইতে না পেরে স্ট্রোকে কৃষকের মৃত্যু

  • আপডেট: Sunday, November 2, 2025 - 10:00 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘুর্ণিঝড় মোন্থা’র প্রভাবে অসময়ে প্রচুর বৃষ্টিতে মাঠ-ঘাটে ফসলের জমিতে পানি থৈ-থৈ করছে। গত বুধবার বিকাল হতে গত শনিবার পর্যন্ত এলাকায় দফায় দফায় হালকা বৃষ্টি হলেও গত শুক্রবার দিবাগত রাতে কার্তিকের মাঝামাঝিতে অপ্রত্যাশিত বৃষ্টিতে এক রাতে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন।

অতি বর্ষণে মাঠ-ঘাট ডুবে রবি মৌসুমের উড়তি রোপা-আমন ধান, রোপণকৃত পেঁয়াজ, সরিষা, পানবরজ, মরিজ, বেগুন, শিম সহ নানা ফসল ও পুকুর ভেসে মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ক্ষতির পরিমাণ সইতে না পেরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নুর মোহম্মাদ (৫০) নামে এক পানচাষির অকাল মৃত্যু হয়েছে। নুর মোহমামাদ নন্দনপুর বড়পুকুর এলাকার মৃত মানিকুল্লার ছেলে। জানা যায়, কার্তিক-অগ্রায়ণে রবি মওসুমে ফসল উৎপাদনের উপযুক্ত সময়।

এ সময়ে জমি চাষ দিয়ে সরিষা, পেঁয়াজ, আলু বপনের উপযুক্ত সময়। কিন্তু হঠাৎ করে ঘুর্ণিঝড় মোন্থা’র প্রভাবে বৃষ্টিতে চাষকৃত জমিতে পানি বেঁধে বীজ নষ্ট হয়ে পড়েছে।

এছাড়া খড়ের জন্য জমিতে ধান কেটে রাখা ধানের উপরে পানি বেঁধে খড় নষ্টের পাশাপাশি ধান নষ্ট হয়েছে। শনিবার রাতের পানিতেই ফসলের ক্ষতির সাথে মাঠ-ঘাট ডুবে অন্য ফসলের সাথে ভিটা জমির পানবরজ ও পুকুরের মাছ ভেসে একাকার হয়ে পানি থৈথৈ করছে। বর্ষণে ফসলের জমিতে মাজা পরিমান পানি জমে গেছে। এছাড়া মওসুমের রোপা-আমন ধান মাঠে ডুবে পচে গেছে।

পান বরজে গত শনিবার সকালে গিয়ে মাজা পরিমান পানি জমা ও ক্ষতির পরিমাণ সইতে না পেরে নন্দনপুরের নুর মোহম্মাদ নামে এক কৃষকের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে বাগমারা উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ করে বৃষ্টিতে বপনকৃত ফসলের ক্ষতি হবে। তিনি বলেন, অসময়ে বৃষ্টিতে শাক-সবজি, মরিজসহ বেশ কিছু ফসলচাষিরা লাভবান হবার কথা থাকলেও প্রচুর পরিমাণ বৃষ্টিতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।