ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

রেস্টুরেন্টে উচ্চস্বরে গান বাজিয়ে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:56 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় প্রধান আসামি নাইম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেন (২০)।

গত মঙ্গলবার ভোরে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানিক দল কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার নাইম হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক আহসান হাবিব বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে নাইম পলাতক ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের জন্য আমরা শুরু থেকেই অভিযান চালিয়ে যাচ্ছিলাম। শেষপর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার নাইমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বৃহস্পতিবার বিকালে জানান, নাইমকে আমাদের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, রোববার দুপুরে কলম কেনার জন্য মাদ্রাসা থেকে বাইরে বের হলে ওই ছাত্রীকে ৬-৭ জন যুবক জোরপূর্বক অটোরিকশায় তুলে নেয়। তাকে জামতৈল সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ধর্ষণ করে নাইম হোসেন। মাদ্রাসা ছাত্রীর চিৎকার যেন বাইরে থেকে না শোনা যায় সেজন্য বাকি আসামিরা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজায়। একপর্যায়ে কিশোরী অসুস্থ হলে ধর্ষক ও তার বন্ধুরা হাসপাতালে নিয়ে তাকে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।