ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে চায়না জাল পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:16 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

গত বুধবার সন্ধ্যায় নওগাঁর ছোট যমুনা নদীর রাণীনগর সীমানার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জালগুলো জব্দের এক পর্যায়ে কাশিমপুর ইউনিয়নেরে কুজাইল ফুটবল মাঠে প্রকাশ্যে আগুন দিয়ে পোড়ানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলী প্রমুখ।