ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে বাকশিসের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:22 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি) অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, মোহনপুর উপজেলা বিএনপি মাহাবুব আর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মোহনপুর উপজেলা বিএনপি বাচ্চু রহমান ও সামসুজোহা শাহীন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি, বাকশিস রাজশাহী জেলা শাখা ও অধ্যক্ষ, মাদার কেয়া গার্হস্থ্য অর্থনীতি কলেজ সালমা শাহাদাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক, বাকশিস মোহনপুর উপজেলা শাখা ও সহকারী অধ্যাপক, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ শাহ্ আলম। সম্মেলনে বক্তারা কলেজ শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।