ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

মান্দায় বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:14 pm

মান্দা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান এ ঘোষণা দেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিন, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, মরহুম মনসুর আলী মৃধার মেয়ে ফারজানা মিতুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৪ সালে উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মনসুর আলী মৃধা হত্যা মামলায় ডা. টিপু ১ নম্বর আসামি ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। অতীতে তিনি বিকল্পধারায় যোগদান, ধানের শীষের প্রার্থীর বিরোধিতা ও জমি দখল সংক্রান্ত অভিযোগেও জড়িত ছিলেন বলে দাবি করা হয়।