বাগমারায় গণতন্ত্র মঞ্চ ও বিএনপির নেতাদের প্রচারণা

বাগমারা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষনেতা ও ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার বিকালে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে প্রচার মিছিল প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে আয়োজিত পথসভায় মিলিত হয়। এতে গণতন্ত্র মঞ্চের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবর, গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব নাদিম সিনহা, ভাসানি জনশক্তি পার্টির রাজশাহী জেলা কমিটির সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহম্মেদ, রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব অধ্যাপক হোসাইন, নওগাঁ জেলা কমিটির সভাপতি সবুর হোসেন, বাগমারা উপজেলা কমিটির সভাপতি আনিছু রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এদিকে, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলও ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাগমারার উপজেলা দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন প্রমুখ।