পোরশায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেকে ধরে নিয়ে গেলো বিএসএফ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত বুধবার ভোর ৪টার দিকে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আইয়ুব আলী উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে আইয়ুব আলী ২৩১ নম্বর পিলার সীমান্তের কাছে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান।
ওই সময়ে তাকে ধরে নিয়ে যান ভারতের কেদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। সকালে বিষয়টি জানাজানি হলে সীমান্তবর্তী ওই এলাকার গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
আইয়ুব আলী একজন বাংলাদেশি এবং জেলে পরিচয় নিশ্চিত করার পরেও তাকে ছেড়ে দেননি তারা। উল্টো চোরাকারবারি হিসেবে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সেখানকার আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে ফিরিয়ে আনা হবে।