নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ: সড়ক দুর্ঘটনা কেড়ে নিল চার বন্ধুর প্রাণ

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পৃথক সড়ক দুর্ঘটনায় নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই বন্ধু। গত বুধবার রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকার মিলনের ইটভাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল তিনটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত দুজন হলেন- মান্দা উপজেলার গণেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)। আহত চারজন আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই বন্ধু।
আড্ডা দিতে সতীহাট এলাকা থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে বেপরোয়া গতির কারণে তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও একজন। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত আমনুরা কলোনির শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই মারা যান মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব।