ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে শিক্ষকদের সাথে যুগ্মসচিবের মতবিনিময়

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:30 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞার (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা কৃষি কর্মকতা সাইফুল্লাহ আহমেদ, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাক্তার বার্নাবাস হাসদাক, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত আলী।

আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সরনজাই মাদ্রাসার সুপার প্রমুখ।