ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ী ও বাঘা: আনন্দে উৎসবে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট: Thursday, October 23, 2025 - 10:35 pm

গোদাগাড়ী ও বাঘা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গোদাগাড়ী প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় স্কুল অ্যান্ড কলেজ ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ প্রধান অতিথি থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই উপজেলা। এই উপজেলা হবে সকল খেলাধুলার সূতিকাগার। সহকারী কমিশনার (ভূমি) শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন (পিআইও) কর্মকর্তা মমিনুল হক। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ-বনাম চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ-ফুটবল দল। দু’দলের খেলায় বাসদেবপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে উপজেলার ন’টি ইউনিয়ন ও দু’টি পৌরসভাসহ ১১টি দল অংশগ্রহণ করছে এবং ১১টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে, বাঘা প্রতিনিধি জানান রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকালে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাইবিকারের মাধ্যমে গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবলকে ৪-৩ গোলে পরাজিত করে আড়ানী ফুটবল একাদশ।

উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের ইউএনও কাপ ফুটবল খেলায় খেলায় অংশগ্রহণ করেন আড়ানী ফুটবল একাদশ বনাম গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলাটি ট্রাইবিকারের মাধ্যমে গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করেন আড়ানী ফুটবল একাদশ।

ইউএনও কাপ ফুটবল খেলা মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, উপজেলা প্রকৌশলী এজাজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, চকরাজাপুর ইউনিয়ন প্রশাসক তরিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, বিআর ডিপি কর্মকর্তা খোরসেদ আলম সরকার, ইউডিএফ আল্পনা খাতুন প্রমুখ।

বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট নক আউট মাধ্যামে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।