ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ৪:২৭ অপরাহ্ন

শিরোনাম

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:19 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে সম্প্রতি মোবাইলে মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সঙ্গে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনায় সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।