সাংবাদিক শামস রুমির মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক শামস রুমির মা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
বুধবার বিকাল পাঁচটার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার রাত সাড়ে আটটায় শিরোইল বাস টার্মিনালের মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজা থেকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক শামস রুমির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান। এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তারা।